রাজশাহী স্টেশনে বখাটের ঘুষিতে আনসার সদস্যের মৃত্যু
মোঃ শামসুজ্জোহা শামীম
মুক্তিযোদ্ধা টেলিভিশন, রাজশাহী
রাজশাহী রেলস্টেশনে একটা বখাটে যুবকের ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছ।
সে জেলার গোদাগাড়ী থানার মঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দীনের ছেলে।তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
এই ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তানভরি (১৭) নামরে,এক ছাত্রকে আটক করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।
তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
এঘটনায় ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নিহত মাইনুল ইসলামের স্ত্রী আলম আরা বেগম বাদী হয়ে জিআরপি থানায় হত্যা একটি মামলা দায়ের করেন।
ঘটনার রাতে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন বলেন, স্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে থানার একজন উপপরিদর্শকের (এসআই) সঙ্গে তাঁরা কয়েকজন দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে তিন জন তরুণ অস্বাভাবিকভাবে ঘোরাফেরা ও ধুমপান করছিলেন। তাদের চলে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে গালাগালও শুরু করেন। তখন ওই এসআই তাদের ধরার জন্য আনসার সদস্যদের নির্দেশ দেন।
এসময় ওই তরুণেরা ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পালানোর সময় আনসার সদস্যরা তাদের ধরতে গেলে নিহত আনসার সদস্য মাইনুল ইসলামের বুকে ঘুষি মারলে তিনি পড়ে যান। এসময় অন্য আনসার সদস্যরা ওই ছাত্রকে ধরে ফেলেন।
পরে সহকর্মী আনসার সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে এবং নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আটক কৃতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply