চাঁদপুর সদরে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মদনা দরবারের ৮০তম মাহফিল সম্পন্ন হলো।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহি মদনা দরবার শরীফের ৮০ তম ও আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ পীর ছাহেব রহঃ এর ১৪ তম ইন্তেকাল বার্ষিকি উপলক্ষে ৯,১০,১১ ফ্রেরুয়ারি২০২৪ মাহফিলের শেষদিন মদনা দরবার শরীফের হযরত পীর ছাহেব আলহাজ্ব মাওঃ শাহ মোহাঃ মাহবুবুর রহমান ভক্ত-মুরীদদের উদ্দেশ্যে বিশেষ নসীহতে বলেছেন, মহান আল্লাহ তায়ালা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) আদর্শ থেকে সরে যাওয়ায় মুসলমানগণ আজ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছেন। ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের সঠিক ইসলাম ও আকিদা থেকে সরিয়ে নিতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেদিকে সবাইকে সচেতন হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। মহাগ্রন্থ আল কুরআনই একমাত্র মুক্তির সনদ। পবিত্র কুরআনে রয়েছে দুনিয়ার শান্তি ও পরকলের মুক্তি। তাই কুরআনের আলোকে জীবন পরিচালনা করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, যুগে যুগে ওলি আউলিয়া কেরামরা আল্লাহর হুকুম ও নবীর আদর্শে ইসলাম প্রচার করে গেছেন। আমাদেরকেও আল্লাহ ও নবীর আদর্শ অনুসরণ করে ইবাদত বন্দেগী করতে হবে।
৩ দিন ব্যাপী মাহফিলে প্রধান মেহমান ও দোয়াগীর ছিলেন ফুরফুরা শরীফের পীর আল্লামা মোঃ তামিমউদ্দিন সিদ্দিকী আল কোরাইশি, পীরজাদা আলহাজ্ব মাওঃ শাহ মোহাঃ কাওসার এর পরিচালনায় আলোচনা করেন আলহাজ্ব হযরত মাওঃ মুহাদ্দিস আকরাম হুসাইন, হযরত মাওঃ আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহের, আলহাজ্ব মাওঃ হাফেজ নজরুল ইসলাম, হযরত মাওঃ রুহুল আমিন আশরাফি, হযরত মাওঃ হাবিবুর রহমান মুহিব্বি, হযরত মাওঃ হাবিব আল ফারাবি, হযরত মাওঃ ইসমাইল হোসেন সহ আলহাজ্ব মাওঃ দীন মোহাম্মদ, বাগাদী দরবারের পীরজাদা আল্লামা মোঃ মাহফুজ উল্লাহ ইউসুফি, হযরত মাওঃ মিজানুর রহমান, হযরত মাওঃ ইসহাক জামিল প্রমুখ
মাহফিলের আখেরি মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা ও ছারছীনা হযরত পীর সাহেব কেবলার সুস্থতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন ফুরফুরা হযরত পীর সাহেব কেবলা।
Leave a Reply