কুষ্টিয়া র্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশি পিস্তল’সহ মাদক সম্রাজ্ঞী শেফালী গ্রেফতার।
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ইং.. তারিখ দুপুর ০২:১০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে মাদক সম্রাজ্ঞী মোছাঃ শেফালী খাতুন (৫০), স্বামী-মোঃ ওমর বেপারী, সাং-খাজিরাথাক, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এর হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় (যাহার আনুমানিক মূল্য ৫৮,০৮,০০০/-টাকা), সেই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বিদেশী পিস্তল, ০৮ রাউন্ড গুলি, ০২টি হাসুয়া এবং মাদক বিক্রির নগদ ৯৯,০০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিক ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। উক্ত আসামি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply