ফরিদপুর হাসপাতালে গাঁজার বাগান
ফরিদপুর জেনারেল হাসপাতালটি এখন রীতিমতো গাঁজার বাগানে পরিণত হয়েছে। হাসপাতালের প্রাঙ্গণে প্রকাশ্যেই বেড়ে উঠেছে কয়েক শ গাঁজার গাছ। সবার সামনে দিনের পর দিন গাঁজার গাছ গজিয়ে উঠলেও এসব দেখার যেন কেউই নেই।
শত বছরের প্রাচীন ফরিদপুর জেনারেল হাসপাতালটি গত কয়েক বছর ধরে ধুঁকছে নানা সমস্যায়। তারপরও জেলা সদরের এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েক শ রোগী। রোগীদের ভিড়ে হিমশিম খেতে হয় ডাক্তারদের। কর্তৃপক্ষের হয়তো এ কারণে হাসপাতালের দিকে একটু ভালোভাবে নজর দেওয়ার সময়ও হয় না বলে স্থানীয়দের অভিযোগ। এর ফলে হাসপাতাল প্রাঙ্গণে রাস্তার পাশেই বেড়ে উঠেছে একের পর এক গাঁজার গাছ।
জেনারেল হাসপাতালের উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের পথের দুই ধারে এভাবে শত শত গাঁজার গাছের বেড়ে ওঠার দৃশ্য দেখে চমকে উঠতে হয়। সপ্তাহ কিংবা মাস নয়, বছরের পর বছর ধরে এভাবেই গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে।
হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা জানান, প্রায় চার-পাঁচ বছর ধরে গাঁজার গাছগুলো বেড়ে উঠেছে। আগে আরও বেশি ছিল। অনেক গাছ কেটে তারা পরিষ্কার করেছেন। তারপর আবার হয়েছে। সবার সামনেই বেড়ে উঠেছে। কিছু ছেলেকে এগুলো ছিঁড়ে রস করে খেতে দেখা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি গাঁজার গাছ জীবনে দেখিনি। সত্যি যদি গাঁজার গাছ হয়, তাহলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বিশিষ্টজনরা বলছেন, সিভিল সার্জনের সঠিক তদারকির অভাবেই হাসপাতালের জীর্ণ অবস্থাসহ গাঁজার গাছ গজিয়ে উঠার মতো ঘটনা ঘটেছে।
Leave a Reply