খুলনা – দিঘলিয়া উন্নয়ন সংস্থার উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
খুলনার দিঘলিয়া কলেজ মাঠ প্রাঙ্গনে দিঘলিয়া উন্নয়ন সংস্থার উদ্যোগে ৩ই এপ্রিল বুধবার সন্ধ্যায় প্রায় ১২০০ লোকের উপস্থিতিতে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা মণ্ডলী এবং সংগঠনের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের সকলের সরব উপস্থিতিতে সংগঠনের সভাপতি মোঃ শাকিল মোড়লের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাতুলের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম সম্পাদিত হয়।
গণ ইফতার মাহফিলের পূর্বে দিঘলিয়া মাদ্রাসা ও এতিমখানায় দিঘলিয়া উন্নয়ন সংস্থা কর্তৃক ১টি কম্পিউটার বিতরণ করেন দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এবং আলোচনা সভার আয়োজন করা হয় । সভা শেষে ওই একই স্থানে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গণ ইফতার মাহফিলে দিঘলিয়ার সকল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্হানীয় বিভিন্ন পর্যায়ের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিপূর্ণভাবে ইফতারের সুন্দর পরিবেশ বজায় আয়োজন করা হয়েছে।
Leave a Reply