ঐতিহ্যবাহী চান্দড়া মাদ্রাসার’ প্রাক্তন
ছাত্রদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আলফাডাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী চান্দড়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ই এপ্রিল) মাদ্রাসার দোতালা হলরুমে বিকাল ৫টা হতে রাত ১০ টা পর্যন্ত উক্ত আয়োজনের কার্যক্রম চলে।
অনুষ্ঠানে হাঃ মাওঃ আমিনুল্লাহ সাহেব (দাঃবাঃ) এর সভাপতিত্বে ও হাঃ মাওঃ মুফতী শিহাবুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রথম হাফেজ ও মাদ্রাসার ভিত্তি প্রতিষ্ঠার শুরু লগ্নের ছাত্র হাঃ মাওঃ মুফতী ফয়জুল্লা, হাঃ মাওঃ আজিমুদ্দিন, হাঃ মেরাজুল ইসলাম, হাঃ মাওঃ হাফিজুর রহমান (পরস) হাঃ মাওঃ আবু-বকর (সবুজ) হাঃ তাওহিদুল ইসলাম, হাঃ শফিকুল ইসলাম, মাদ্রাসার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাব্বত হোসেন, মাসুম বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব বিজড়িত স্মৃতিময় একটি অধ্যায়ের নাম “চান্দড়া মাদ্রাসা” এখানের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ছাত্রদের স্মৃতির কাব্যকথা। সময় বিবর্তনের ফলে এই স্মৃতিময় অধ্যায় হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে খুজে পেয়েছি সেই স্মৃতিময় অধ্যায়ের কিছু মুহুর্ত। এই মুহুর্ত আমাদের জীবনে প্রতিবছরই যেন উকি দেয়। এই লক্ষ্যে মাদ্রাসার মুহতামিম হাঃমাও: আমিনুল্লাহ সাহেবকে প্রধান উপদেষ্টা করে প্রাক্তন ছাত্রদের ১৭জন বিশিষ্ট একটি কমিটির ভিত্তি দাড় করানো হয়। ভবিষ্যতে এই কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষক,প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ করে মাদ্রাসার উন্নয়ন সাধন ও সমাজের বিভিন্ন অনৈতিক কর্মকান্ড প্রতিহত করণ, সমাজের সাধারণ মানুষের মাঝে দ্বীনের সঠিক দীক্ষাদানের মাধ্যমে সমাজের মানুষদের ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারি এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
Leave a Reply