রাঙামাটি লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক মুছা আর নাই
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
২ মে (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক সাড়ে তিনটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। এই সময়ে তার বয়স হয়েছি ৪৭ বছর ।
দীর্ঘ বছর ধরে তিনি এ্যাজমা এবং কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বাংলাদেশ বেতার এবং পার্বত্যনিউজের লংগদু উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
মৃত্যুকালে তিনি মা-বাবা, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এ দিকে তার মৃত্যুতে রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
Leave a Reply