খুলনা ও যশোরে আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবীব খান (অবঃ)
হুসাইন মোহাম্মদ রাব্বি, বিশেষ প্রতিনিধি
মুক্তি যোদ্ধা টিভি,
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) তিনদিনের সফরে আজ ১৪ মে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ১৫ মে সকাল সাড়ে ১০ টায় খুলনার ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং বিকাল তিনটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১৬ মে সকাল ১১টায় যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপের যশোর, মাগুরা ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, বিকাল তিনটায় যশোরের শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে যশোর জেলার শার্শা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন এবং বিকাল পাঁচটায় যশোর জেলার নির্বাচনি এলাকা পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
Leave a Reply