আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন যারা
আলফাডাঙ্গা প্রতিনিধি:
মো: রাজু আহমেদ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে তিনটি পদে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে পরে ২৪ জনকেই জেলা রিটার্নিং অফিস ২০ মে প্রতীক বরাদ্দ দিয়েছে।
এ তথ্য ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দকৃতপ্রার্থীরা হলেন, একেএম জাহিদুল হাসান জাহিদ কাপ পিরিচ, শেখ তাহিদুর রহমান মুক্ত আনারস, কাজী মনিরুল হক মটর সাইকেল, এসএম মিজানুর রহমান মিজান টেলিফোন, খান বিলায়েত দোয়াত কলম, শেখ দেলোয়ার হোসেন উট মার্কা, আহসান উদ্দৌলা রানা শালিক , আবুল খায়ের খান বুরুজ হেলিকপ্টার, শেখ আব্দুর রহমান জিকো জোড়া ফুল।
ভাইস চেয়ারম্যান প্রতীক বরাদ্দকৃত প্রার্থীরা কাজী শহিদুল ইসলাম সজল মাইক, তৌকির আহমেদ ডালিম টিউবওয়েল , মুরাদ হোসেন উড়োজাহাজ, খান আমিরুল ইসলাম টিকা পাখি , ইয়াছিন মোল্যা তালা, মো. হুমায়ুন মোল্যা বই, মোমিনুর রহমান সবুজ চশমা
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেলেন- লায়লা পারভীন ফুটবল, রিনিয়া বেগম কলস, শারমিন আফরোজ সুমি তীর ধনুক, মনোয়ারা ছালাম ফুলের টব , বিউটি বেগম (বেজিডাঙ্গা) বিদ্যুতিক পাখা, আছিয়া খানম পদ্ম ফুল, বিউটি বেগম প্রজাপতি , দিপালী রায় হাস।
স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
একটি পৌরসভা ও ৬ ইউনিয়ন নিয়ে আলফাডাঙ্গা উপজেলা গঠিত।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৫ হাজার ৬৫ জন। এরমধ্যে পুরুষ ৫০ হাজার ৯০০ শত ৪৫ জন, মহিলা ৪৯ হাজার ১ শত ৪৫ জন এবং তৃতীয় লিঙ্গ নেই। আগামী ৫ জুন ৪০টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply