রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ আটক ০২
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে
সোমবার (২০মে) ২০২৪ খ্রি. রাত ১১.৪৫ ঘটিকায় রামগড় থানার একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৩নং ওয়ার্ডস্থ জনৈক সিদ্দিকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ১। কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল(২২) ২। হৃদয় কান্তি দে (২২) উভয়ের গ্রাম- উত্তর গর্জনতলী, ০৩ নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, তাদের থেকে অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে রামগড় থানায় মামলা করার প্রক্রিয়াধীন এবং আসামিদ্বয় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply