মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে অবৈধ ১৮ বোতল বিদেশী মদসহ আটক ২
পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) খাগড়াছড়ি জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে
২৪মে (শুক্রবার) রাত ১১টা১০মিনিটে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন ০৬ নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ব্যাঙমারাস্থ আর্য মার্গ বনবিহারের সামনে ঢাকা/চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কের উপর উপর হতে আসামীঃ ১। উথোইচিং মারমা(২৭), (এনআইডি-১৯৫২১৩২৯৭৩), পিতা-অথোয়াইঅং মারমা, ২। মংচেপ্রু মারমা (২৭), পিতা-মংরাই মারমা, উভয় সাং-ওয়াছু ০১নং রাবার বাগান, ০৬নং ওয়ার্ড, ০৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন। তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ১৮ বোতল বিভিন্ন প্রকার বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply