খাগড়াছড়ি জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
২৯মে (৩য় ধাপে) অনুষ্ঠিতব্য মহালছড়ি ও লক্ষিছড়ি উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-উপলক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০.০০ ঘটিকায় মহালছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর নির্দেশনায় ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম
নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন। এবং
সকলকে সর্বোচ্চ সর্তকতার সহিত নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।
ব্রিফিং প্যারেডে খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন ইউনিট হতে আগত সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ, আনসার-ভিডিপির সদস্যগণ সহ নির্বাচনী কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply