হত্যার উদ্দেশ্যে কুপিয়ে পা কেটে ফেলায় এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ, বিচারের দাবিতে উপজেলায় মানব বন্ধন।
পাবনা প্রতিনিধি—ঃ পাবনার বেড়া উপজেলাধীন স্যানিলা মহল্লার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে বাম পা কেটে ফেলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তার পরিবার ও এলাকাবাসী । বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ওই এলাকার কয়েকশ নারী—পুরুষ বিক্ষোভ মিছিল করতে করতে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় মাসুদের পিতা আব্দুল মজিদ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হাত পা কুপিয়ে একটি পা দু ভাগ করে ফেলে। বাড়ী—ঘর কুপিয়ে ভেঙ্গে ফেলে টাকা—পয়সা, সোনা—দানা সহ নানা রকম জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এ সময় মাসুদের বড় ভাই সেলিম রেজা প্রশাসনের নিকট অনুরোধ করে বলেন, অতি সত্তর আসামীদের আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এই শাস্তি দেখে যেন পরবর্তীতে কেউ এই ধরনের জঘন্যতম কাজ করতে সাহস না পায়।
এ দিন দুপুরে ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিটিং শেষ করে নীচে এলে মাসুদের পরিবার বিচারেরদাবী জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি তাদেরকে ন্যায় বিচারের আশ^াস দেন এবং প্রশাসনকে দ্রুত আসামী গ্রেফতারের তাগিদ দেন।
বেড়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, নির্বাচনের জন্য সবাই ব্যস্ত ছিলাম। তবে আসামী গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
প্রসঙ্গত: গত ২৫ মে শনিবার বেড়া স্যানিলা পাড়া গ্রামের মজিদের ছেলে মাসুদ রানা (দায়েনের দোকানে) চাউল কিনতে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা অতর্কিতভাবে পিছন থেকে দেশীয় অস্ত্র (হাসুয়া, চাইনিজ কুড়াল, চা—পাতি, রড পাইপ) নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দে্যশ্যে হামলা করে হাত,পা কুপিয়ে জখম করে তার একটি পা কেটে ফেলা হয়। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয় নাই। ছবি সহ
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা
তারিখ ৩০/৫/২৪
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply