আলফাডাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে
ভোট গ্রহণ করা হবে চল্লিশটি কেন্দ্রে
আগামী ৫ জুন ২০২৪ বুধবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে তিনটি পদে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা চেয়ারম্যান পদে ৮জন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা গঠিত একটি পৌরসভা ও ৬ ইউনিয়ন নিয়ে।এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৫ শত ৬৫ জন। এরমধ্যে পুরুষ ৫০ হাজার ৯০০ শত ৪৫ জন, মহিলা ৪৯ হাজার ১ শত ৪৫ জন এবং তৃতীয় লিঙ্গ নেই। আগামী ৫ জুন ৪০টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন ভোট সহ কেন্দ্রের সংখ্যা নিম্নে তুলে ধরা হলো
১.আলফাডাঙ্গা পৌরসভায় ৬টি কেন্দ্র। সর্বমোট ভোট সংখ্যা ১৪ হাজার ৯৮১।
২.আলফাডাঙ্গা ইউনিয়ন ৩ টি কেন্দ্র।সর্বমোট ভোট সংখ্যা ৭ হাজার ৯ ৮১
৩.গোপালপুর ইউনিয়ন ৬ টি কেন্দ্র।সর্বমোট ভোট সংখ্যা ১৪ হাজার ৬৪৮।
৪.বুড়াইচ ইউনিয়ন ৭ টি কেন্দ্র। সর্বমোট ভোট সংখ্যা
১৭ হাজার ২২৫
৫.টগরবন্দ ইউনিয়ন ৭টি কেন্দ্র। সর্বমোট ভোট সংখ্যা
১৬ হাজার ৮৩৩
৬.বানা ইউনিয়ন ৬টি কেন্দ্র। সর্বমোট ভোট সংখ্যা
১৫ হাজার ৪৭১
৭.পাচুড়িয়া ইউনিয়ন ৫টি কেন্দ্র। সর্বমোট ভোট সংখ্যা
১২ হাজার ৪২৬
৪০টি কেন্দ্রের সঠিক তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমীন ইয়াছমীন জানান, অবাধ সুষ্ঠু,নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান,ইতিমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।
Leave a Reply