জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
বৃহস্পতিবার (৬ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, কোরবানী ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়। এ সময় জাল নোট চক্রকারীরা বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়ে। সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিনের মাধ্যমে লেনদেনের পরামর্শ প্রদান করেন। জাল নোট লেনদেনে কাউকে সন্দেহ হলে পুলিশকে অথবা ৯৯৯ নাম্বারে ফোন কলের মাধ্যমে জানানোর আহবান জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরও বলেন যে, জালনোট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারা হচ্ছে রাষ্ট্র ও জনগণের শত্রু। এই চক্রটি বিভিন্ন উৎসবের সময় দেশের সব জায়গায় অধিক মুনাফার জন্য জনসাধারণকে প্রতারিত করতে জালনোট হাট-বাজার সহ সবখানে ছড়িয়ে দেয়। বিশেষ করে খাগড়াছড়ি জেলা সীমান্তবর্তী একটি জনপদ হওয়ার কারনে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাকারবারীদের মাধ্যমে জালনোট আসার প্রবণতা রয়েছে। জাল টাকা কারবারিদের রুখতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে। বিভিন্ন সময় জাল টাকা কারবারিদের গ্রেফতার ও বিপুল পরিমাণে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হচ্ছে।
জনসচেতনতার মাধ্যমে জালনোটের প্রচলন প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জালনোট চিহ্নিত ও আশেপাশে সবাইকে বেশি করে সচেতন হওয়ার আহবান ব্যক্ত করেন পুলিশ সুপার।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান,বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান,
সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইফুর রহমান প্রমুখ।
Leave a Reply