বরিশাল জেলার বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ শরাফ উদ্দিন খান (উজ্জল) কে মুক্তিযোদ্ধা টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধা টেলিভিশন অবিরাম বীর মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ের জন্য এবং মুক্তিযোদ্ধা পরিবারের পাশে অবিরাম কাজ করে চলছে। দেশের কোথাও কোন বীর মুক্তিযোদ্ধা পরিবার নির্যাতিত হলে তৎক্ষণাৎ সেই পরিবারের পাশে দাড়ায় মুক্তিযোদ্ধা টেলিভিশন। মুক্তিযোদ্ধা টিভির একান্ত এক সাক্ষাৎকারে বর্তমান নিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মনিরুজ্জামান বিদ্যুৎ বলেন উজ্জল সাহেব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা কাজ করে যাবে। বরিশাল বিভাগীয় প্রতিনিধি হিসেবে তিনি বলেন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমি অঙ্গীকার করছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মহান স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার জন্য আমি কাজ করে যাবো। তিনি পরিশেষে মুক্তিযোদ্ধা টিভি পরিবারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন যাতে তার দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করতে পারেন।
Leave a Reply