কাজিপুর সোনামুখী সরকারির খাঁস জমির উপর অবৈধ বিলডিং বাড়ি নির্মাণ।
মোছা: রিক্তা খাতুন।,কাজিপুর প্রতিনিধি :কাজিপুর সোনামুখী সরকারি খাঁস জমির উপর অবৈধভাবে বিলডিং বাড়ি নির্মাণ করায় মুক্তিযোদ্ধার অভিযোগ।বেশ
কিছু মাস যাবত কাজিপুর সোনামুখী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোনামুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে সরকারি খাস জমি রয়েছে।
উক্ত জমিতে জোরপূর্বক ভাবে ভূমি দস্যুরা বিলডিং বাড়ি নির্মাণ করছে।এতে রাষ্ট্রের সম্পদ ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
খতিয়ান নং ১ জমির পরিমাণ ৪৪ শতক।
উক্ত জায়গায় অত্র গ্রামের মো: লিটন মিয়া, মোছা: বিউটি খাতুন উভয়ের পিতা : মোজাহার আলী এবং মাতা মফেলা খাতুন অবৈধ ভাবে বিলডিং বাড়ি নির্মাণ করছে।
মুক্তিযোদ্ধা বিলডিং বাড়ি নির্মাণ কাজে বাধা দেওয়ার কারণে ভূমিদস্যুরা ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালমন্দ বিভিন্ন ভয়ভীতি এবং জীবন নাশের হুমকি দেয়।
মুক্তিযোদ্ধার বাড়ির এরিয়া ভেঙ্গে জোরপূর্বক ভবন নির্মাণ কাজ চালিয়ে যায় ভূমি দস্যুরা। মুক্তিযোদ্ধার বাড়ির এরিয়া ভেঙে কাজ করায় মুক্তিযোদ্ধা বাধা দিলে, মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ ও মারতে আসে।
এমতাবস্তায়,মুক্তিযোদ্ধা ভূমিদস্যুর ক্ষিপ্ত আক্রমণে অসহায় হয়ে আইনের দ্রুত সহযোগিতা কামনা করছে।
Leave a Reply