পটুয়াখালীতে এক কেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী আটক
অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি,পটুয়াখালীঃ পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ০১(এক) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার (১৬ জুন) সকাল ০৮:০৫ এর সময় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মৃত আক্কেল মাতবর এর ছেলে মোঃ আনোয়ার মাতবর (৬০)।
জেলা পুলিশ(গোয়েন্দা শাখা) জানায়, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পটুয়াখালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ পটুয়াখালী থানার সার্কিট হাউজ হইতে চৌরাস্তা গামী পাকা রাস্তার ৮নং ওয়ার্ডের টাউন কালিকাপুর কলাতলা রাস্তার মাথা হইতে ০১(এক) কেজি গাঁজা সহ একজন কে আটক করে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উক্ত বিষয় নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান।
Leave a Reply