খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত।
২৭ জুন (বৃহস্পতিবার)তারিখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিশেষ অতিথির বক্তব্য প্রদান কালে পুলিশ সুপার বলেন যে, মাননীয় প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবে রচিত হবে। আমরা দেখছি যে, ইতিমধ্যেই দেশে যে দৃশ্যমান ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে স্থাপনা গুলি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের এক ধাপ সম্প্রসারণ। আজকের এই অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে আমি আশা করি শুধুমাত্র জেলা পরিষদ নয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার সবাই উপকৃত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ।
Leave a Reply