খুলনা ফুলতলা উপজেলার ইঞ্জিনিয়ার সৈয়দ শহিদুল আলম এর সার্বিক অর্থায়নে মিরান্নাহার সালাফিয়া মাদ্রাসার শুভ উদ্ধোধন।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
গতকাল খুলনার ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়ন পরিষদের পথেরবাজার গ্রামে ইঞ্জিনিয়ার সৈয়দ শহিদুল আলম এর সার্বিক অর্থায়নে মিরান্নাহার সালাফিয়া মাদ্রাসার ও এতিমখানা শুভ উদ্ধোধন হয়। মাদ্রাসার উদ্বোধন করেন শরিফ মোহাম্মদ ভূঁইয়া চেয়ারম্যান ২ নং দামোদর ইউনিয়ন,ফুলতলা খুলনা। ক্যাপ্টেম আবুল কাশেম এর তত্ত্বাবধানে মিরান্নাহার সালাফিয়া মাদ্রাসার ও এতিমখানা শুভ উদ্বোধনে সভাপত্বি করেন হাফেজ মাওলানা আতাহার হোসেন মহতামিম গোলনা মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর হেসেন, কে এম জিয়া হাসান তুহিন প্রধান উপদেষ্টা আল আকসা জামেমসজিদ, এস এম ইসমাইল হোসেন বাবুল সভাপতি দামোদর ইউনিয়ন আওয়ামীলীগ, মোল্লা শহিদুল ইসলাম সাধারন সম্পাদক দামোদর ইউনিয়ন আওয়ামীলীগ, মোল্যা সুমন পারভেজ ইউ পি সদশ্য,৭ নং ওয়াল্ড দামোদর ইউনিয়ন। অনুষ্টান পরিচালনা করেন মো আব্দুল কাশেম মোল্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ আহালে হাদিস জামাত, খুলনা জেলা।
ইঞ্জিনিয়ার সৈয়দ শহিদুল আলম মিরান্নাহার সালাফিয়া মাদ্রাসার শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে ইউনিয়ন চেয়ারম্যান,প্রশাসন, জনপ্রতিনিধি ও উপস্হিত সকলের সহযোগিতা, পরামর্শ কামনা করেন।
বক্তাদের সংক্ষিপ্ত আলোচনায় কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা
Leave a Reply