খুলনা দিঘলিয়া উপজেলা তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪.
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
দিঘলিয়া উপজেলা নানা আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে (১১জুলাই ২০২৪) দিঘলিয়া সদর উপজেলা পরিষদ গেটে ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন জনাব আব্দুস সালাম মুর্শেদী মাননীয় সংসদ সদস্য ১০২, খুলনার-৪, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ কিশোর আহমেদের সঞ্চালনায় এই মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, দিঘলিয়া উপজেলা পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম। দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, প্রকল্প পরিচালক ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাসরিন আক্তার হীরা, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হায়দার আলী মোড়ল, সেনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গাজী জিয়াউর রহমান, গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোল্লা মফিজুল ইসলাম (ঠান্ডা), ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয় প্রধান অতিথি বক্তব্যে বলেন, যাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে যুগ উপযোগী হিসাবে বিভিন্ন প্রকল্প সরকার হাতে নিয়েছে। বর্তমান সরকার কৃষকদের প্রণোদনা হিসেবে সার ও বীজ যথাযথ সময়ে বিতরণ করে দেওয়া হচ্ছে। কৃষক সাথে ফসলে যোগ্যমূল্য পায় সেদিকে সরকার নজর রেখেছেন। প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা কৃষি সদর দপ্তর চত্বরগুরুতে কৃষি মেলার সকল স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন এবং স্টলের সকলের সাথে কৃষি বিষয় নিয়ে কথা বলেছেন। কৃষি মেলা পরিদর্শনের সময় অনন্যা দপ্তরের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply