খুলনা দিঘলিয়াতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন।
জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা টিভি স্টাফ রিপোর্টার।
খুলনা দিঘলিয়া উপজেলায় ৩০জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মত এই বছরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য ১০২, খুলনা-৪। এ সময় তিনি মৎস্য সপ্তাহ বিষয় নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং দেশের নৈরাজ্যকারীদের বিষয়ে বক্তব্য পেশ করেন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা গত বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনের নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আলী রেজা বাচা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপজেল ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব মোঃ মনজুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলী আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা অফিসার জনাব ডাঃ মাহবুব আলম, উপজেলা তথ্য বিষয়ক অফিসার জনাব সায়দা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মাকসুদা খাতুন, দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তারসহ অনন্যা মৎস্যজীবী বৃন্দাগন যথাসময়ে উপস্থিত ছিলেন।
Leave a Reply