চাঁদপুর সদর দোকানঘরে বীর মুক্তিযোদ্ধা সুধাংশ করের উপর সন্ত্রাসী হামলা-সন্ত্রাসী গ্রেপ্তার।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
চাঁদপুর সদর লক্ষীপুর ইউনিয়নের দোকান ঘর মকবুলের মালিকানাধীন মনিরের চায়ের দোকানে বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মুক্তিযোদ্ধা টিভির প্রতিনিধি সরেজমিনে গিয়ে জানতে পারে যে, ঘটনা ঘটেছে গতকাল (২২/০১/২০২৫) বুধবার বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রামদাসদী দোকান ঘরের এলাকায়। বীর মুক্তিযোদ্ধা সুধাংশ কর সাংবাদিক কে জানায় তার বাড়ি দোকান ঘরের রামদাসদী কর বাড়ি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন দেশের মানচিত্রের সম্মান রক্ষার জন্য ১৯৭১সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি বলে এটা কি আমাদের মুক্তিযোদ্ধারা অপরাধ করছে? যার জন্য এমন নির্মম অত্যাচার ভোগ করতে হল। বীর মুক্তিযোদ্ধা দোকান ঘরে মুকুলের চায়ের দোকানে বসে পত্রিকা পড়েছিলেন ঠিক সেই সময় স্থানীয় সন্ত্রাসী ইলিয়াসের ছেলে এবং ধারালো অস্ত্র দিয়ে বীর মুক্তিযুদ্ধের সুধাংশ করের উপর হামলা চালায়। বিষয়টি বুঝে ওঠার আগেই মাথা – দু’হাত ও পিঠে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে, তাতে মারাত্মকভাবে জখম হয়। সন্ত্রাসী ইবু হামলার পর বীর মুক্তিযোদ্ধার নিকটে ২ লাখ টাকার চাঁদা দাবি করে। দোকান ঘর বাজারের ব্যবসায়ীরা বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সন্ত্রাসী ইবুকে আটক করে পড়ে চাঁদপুর মডেল থানার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সন্ত্রাসী ইবুকে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সুধাংশু করের অবস্থা আশঙ্কা জনক বটে।
Leave a Reply