মো রায়হান ইসলাম সোহাগ
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ,
মুক্তিযোদ্ধা টেলিভিশন।
সুনামগঞ্জ জেলার হাজারো মানুষ গৃহবন্দি। পানিতে বেসে গেছে পাকা ধানের খেত।কৃষক রা পাকা ধান হারিয়ে দিসে হারা। হাজার হাজার গবাদি পশু নিয়ে একেই ঘরে দিন জাপন করছে জনগন। হাহা কার শুরু হয়েছে গরিব কৃষক,ও দিন মজুুরের পরিবারে, একটুু ত্রানের অপেক্ষায় কাটে দিন রজনী,ঘরে, বাহিরে, রাস্তায় যেখানেই যায় শুধু পানি আর পানি।অসহায় মানুষ গুলো যে কোথাও কাজ করে টাকা উপার্জন করে তার সন্তান দের মুুখে একটু খাবার তুুলে দিবে সেই পথ নেই।বৃত্তবান ব্যক্তরা গৃহবন্দি হলেও পর্যাপ্ত অর্থ থাকায় তাদের দুর্দশা থামাতে সক্ষম হলেও, ধানহীন,গৃহহীন, দিন মজুুরেরা যেন বেচা থাকা দায় হয়ে পরেছে।তাদের এখন সরকারের ত্রানের উপর নির্ভর ছারা আর কোনো পথ নেই।
Leave a Reply