মুক্তিযোদ্ধা আঃ হালিম সহ পরিবারের লোকজনকে কুপিয় আহত করেছে সন্ত্রাসীরা।মুহাম্মদ হায়দার আলী (টাংগাইল জেলা প্রতিনিধি) টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ( নিরগাছ চালা)
গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হালিমকে রাম দা দিয়ে
কুপিয়েছে একই গ্রামের প্রতিপক্ষ হায়দার আলীর ছেলে
চানমিয়া,আব্বাছ,আরফান এবং পার্শবর্তী কালিহাতী
উপজেলার রতনগন্জ জোড়বাড়ী গ্রামের রুবেল। ২১ জুলাই প্রতিপক্ষের লোকজন স্হানীয় ঈদগা মাঠে বনায়নের উদ্দেশ্যে গাছের চারা
লাগাতে এলে ঔই এলাকার স্হানীয় বাসিন্দা বীরমুক্তি যোদ্ধা আঃ হালিম তার সাথে
থাকা লোকজন নিয়ে বাধা দেন। এতে প্রতিপক্ষ তাদের বাধা অতিক্রম করে ক্ষিপ্ত হয়ে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে আক্রমণ করে সন্ত্রাসী রুবেল রাম দা
দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বীর মুক্তিযোদ্ধা
আঃ হালিম, তার নাতি আঃ রহিম এবং ভাতিজা
জাহিদুলকে।আহতদের সখীপুর উপজেলা সদর
হাসপাতালে ভর্তিকরা হয়েছে, এ প্রতিবেদকের সাথে হাসপাতালে থাকা আহত বীর মুক্তিযোদ্ধা এ তথ্য প্রদান করেন।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে থানায় মামলা হয়েছে আসামীদের গ্রেফতার অভিযান চলছে।
এই ঘটনায় সখীপুর উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার জনাব ওসমান গনি বলেন যে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি এলাকায় উত্তেজনা বিরাজ করছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে নানান কর্মসূচী সহ আগামী ২৬শে জুলাই আমরা সখিপুরের সকল বীর মুক্তিযোদ্ধারা ও এলাকার জনগণ নিয়ে রাজপথে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী সহ আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সকল মুক্তিযোদ্ধারা মাঠে থাকব।
Leave a Reply