জাতীয় শোক দিবসে সখীপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নানাবিধ কর্মসূচী দিয়ে শুরু হয়,সকাল ৮ টায় দলীয় পতাাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল ৮ঃ১৫ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোক রেলি বের করা হয়,এবং সকাল ৯ঃ০০ ঘটিকায় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্হানীয় দলীয় কার্য্যালয়ে। উপজেলার ১২১টি স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে শোক র্যালি, মসজিদ মন্দিরে দোয়া মাহফিল ও উপজেলার ১২১টি স্থানে গণভোজের আয়োজন করা হয়।সকালে আলোচনা
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ড়ের ১২১টি স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করে, কোথাও কোন খাবারের সংকট দেখা যায়নি,
Leave a Reply