সুনামগঞ্জ দোয়ারা উপজেলায় রাজাকার আলাওদ্দিনের মুক্তিযুদ্ধা গেজেট বাতিলের প্রতিবাদ মিছিল
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো রায়হান ইসলাম সোহাগ
আজ ২১ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জ দোয়ারাবাযার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সফর আলী কমান্ডার ও ঈদ্দিছ আলী (বীর প্রতিক) এর নেতৃত্বে রাজাকার আলাউদ্দিন এর মুক্তি যুদ্ধা গেজেট, ভাতা বাতিলের ও প্রকৃত মুক্তি যুদ্ধা প্রবিন চন্দ্র সরকারের ৩মাসের সম্মানি ভাতা স্থগিতাদেশ বাতিলের বিরুদ্ধে দোয়ারা বাজার উপজেলার সকল মুক্তিযুদ্ধা ও সন্তানদের নিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়। এ সময় বীর প্রতিক ইদ্দিস আলী ও সফর আলী কমান্ডারের নেতৃত্বে দোয়ারাবাযার উপজেলার ৩৫০ জন মুক্তি যুদ্ধা দাবি জানায় রাজাকার আলাউদ্দিন এর মুক্তি যুদ্ধা গেজেট ও ভাতা বাতিলের। অন্যথায় ৩৫০ মুক্তি যুদ্ধা গন মৃত্যুর পর রাস্ট্রীয় মর্যাদা নিবেন না।
পতিবাদ মিছিল ও সমাবেশ শেষ করে এ বিষয়ে দোয়ারা বাজার উপজেলা নির্বাহি কার্যালয়ে স্বারক জমা দেন।
সমাবেশ শেষে ইদ্দিস আলী বীর প্রতিক দোয়ারাবাযার উপজেলার সকল মুক্তি যুদ্ধা পরিবারে মুক্তি যুদ্ধা ডিজিটাল সনদ তুলে দেন।
Leave a Reply