বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর নড়াগাতি থানা শাখার সভাপতি মোঃ মিলন বিশ্বাস ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাশের লড়াই চালিয়ে যাবার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবারের জন্য। বাংলাদেশ ১৯৭১ সাল এ মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে লড়াই সংগ্রামী ঝাঁপিয়ে পড়ার কারণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের সংগ্রামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পার হলো এখনো বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এখন অর্জিত হয় নাই। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নড়াগাতি থানা শাখা নড়াইল এর সভাপতি মিলন বিশ্বাস ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস এর কাছে একান্ত সাক্ষাৎকারে তারা বলেন মুক্তিযোদ্ধা পরিবারের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে, মুক্তিযোদ্ধা পরিবারের যে কোন প্রয়োজনে মুক্তিযোদ্ধা সন্তানরা প্রস্তুত। সেই সাথে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা।
Leave a Reply