1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

পাবনা জেলার বেড়ায় জমি সক্রান্ত জেরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর প্রতিপক্ষের হামলা ও ভাংচুর আহত ৪

উজ্জল হোসাইন, পাবনা(বেড়া) উপজেলা প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১১ Time View

পাবনার বেড়া পৌর মহল্লার পায়না গ্রামের বাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর প্রতিপক্ষের হামলা ও ভাংচুরের ঘটনা সহ চার জন আহত হয়েছে শনিবার ১০ সেপ্টেম্বর পায়না গ্রামের মুত সাবেক কমান্ডার আসকার আলীর পরিবাবের উপর হামলা করে একই গ্রামের মৃত বক্কার ব্যাপারী ছেলে রাজ্জাক রাজা গং।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, বেড়া উপজেলার পায়না গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আসকার আলীর ছেলে ও মৃত বক্কার ব্যাপারি রাজার সাথে পায়না ছাপরা মসজিদের পাশে জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল প্রতিবেশি ও স্থানীয় গন্যমান্যদের সহায়তায় বার বার মাফঝোপ হয় আজ দুপুরে সেই জমি দখল নিতে গেলে রাজার নেতৃত্ব ১৫/২০ জনের একটি গুরুপ দেশীয় অস্ত্র সহ লাটিশালা নিয়ে মুক্তিযোদ্ধার পরিবার নুর হোসেনের উপর হামলা চালায় এতে নুর হোসেন সহ ৫ জন আহত হয় আহতদেন স্থানীয়রা তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করেছে আহত রা হলেন নুর হোসেন( ৩৩) ফজলুল হক( ৪০) মারুফ হোসেন ৩৫) সাইদুল সহ ২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা বলেন রাজার গং আমাদের উপর হামলা করেছে তারা হলেন নিকবার( ৬৫) সেলিম( ৪২) পিতা মৃত উভয় বক্কার ব্যাপারি রাজন আলী( ৩০)- পিতা আঃ রাজ্জাক আলমাহ মাহমুদ ৪৫)পিতা গফুর মানিক( ৩০) আসরাফুল( ২৫) আকাশ ২২) সাগর( ৪২ আলহাজ ব্যাপারি ( ৪৫) কালু মোল্লা ( ৪২ ) দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় মুক্তিযোদ্ধা আসকারের পরিবারের উপর আকস্মিক হামলা চালিয়ে বসতবাড়ীর ভাংচুর করে। তার বোন আফরোজা খানমের গলায় থাকা ২ ভরির নোনার চেন্চ ছিনিয়ে নিয়েছে। ওই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেড়া পৌর কাউন্সিলন কিরন হোসেন পৌর আঃলীগের সভাপতি মানু মান্নান, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, থানার এ এস আই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কয়েক দফা শালিস দরবার হয়। রাজা গংরা এতেও ক্ষান্ত না হয়ে দফায়-দফায় হামলা ও ভাংচুরের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নুর হোসেন বলে ২০০৫ সালে রাজা আমার বাবাকে কুলঘুষি দিয়ে হত্যা করে আমরা ছোট ছিলাম আজ পর্যন্ত তার বিচার পাইনি। সাবেক কমান্ডো ইসহাক আলী দুংখ প্রকাশ করে তিনি ঘটনার তীব্র নিন্তা জানান অপরাধির শাস্তি কামনা করেন এ বিষয়ে রাজার সাথে মুঠো ফোনে বার বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি । এ ব্যাপারে মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উজ্জল হোসাইন
বেড়া, পাবনা প্রতিনিথি
তারিখ ১০/৯/২২
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss