কুলিয়ারচরের ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী পালিত
মোঃ ফোরকান মিয়া
জেলা প্রতিনিধি,কিশোরগন্জ
মুক্তিযোদ্ধা টিভি
কিশোরগন্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত ফরিদপুর ইউনিয়ন শাখার উদ্দ্যেগে জশনে জুলুস আনন্দ র্যালি,মিলাদ দুয়া ও তাবারুক বিতরণ করা হয়।
উক্ত জশনে জুলুস এ উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি জনাব ফজলুর রহমান (বস কয়েল মালিক)
সাধারন সম্পাদক জনাব খোকন গাজি, (গাউছিয়া ফল ভান্ডার এর মালিক)
ফরিদপুর আবু আলী আক্তার উদ্দীন শাহ্ কলন্দর মাজার শরীফের গদিনিশান মুতাওয়ালী জনাব নজরুল ইসলাম কাজী,
হযরত মাঈনউদ্দীন দরবেশ (রঃ) মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসার ছাএ ও শিক্ষক বৃন্দ
মৌলানা আতাউল্লাহ, রুহুল কুদ্দুছ, ও নবীর প্রেমী সুন্নাত ওয়াল জামাত তরিকা পন্তি হাজার হাজার মুসলমান
Leave a Reply