সিলেট শিবের বাজার এলাকায় বখাটেদের উৎপাত! – দিকভ্রান্ত শিক্ষার্থীরাঃ
সুহাগ আহমেদ জুবেল
সিলেট জেলা প্রতিনিধি।
সিলেট সদর উপজেলা শিবের বাজার উত্তর সদরের খ্যাত সবচেয়ে বড় বাজার। শিবের বাজারকে কেন্দ্র করে এখানে রয়েছে ৭-৮টি শিক্ষা প্রতিষ্ঠান।মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজে পর্যায়ের প্রতিষ্ঠান গুলোতে এলাকার হাজার হাজার ছেলে-মেয়েরা শিক্ষা অর্জন করছে।
এই এলাকারই হাতেগুনা কয়েকটা অছাত্র বখাটে ছেলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের ভুল পথে নিয়ে যাওয়ার নেপত্বে কাজ করছে। এই বখাটে ছেলেদের দৌরাত্ব গত কয়েক মাসে এলাকার সচেতন মহলের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।
স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে তাদের পরস্পরের মধ্যে অন্তরকোন্দল সৃষ্টি করে নিজেরা বড় ভাই সাজার অপচেষ্টায় লিপ্ত।
একই প্রতিষ্ঠানে পড়ুয়া সহপাঠী কিংবা সিনিয়র-জুনিয়রদের মধ্যে যে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক থাকার কথা, সেখানে বখাটেদের প্ররোচনায় তাদের মধ্যে হিংসাত্মক মনোভাব বিদ্যমান।
স্কুল কিংবা কলেজে শিক্ষার্থীদের মধ্যে কোন ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হলে সেটা প্রতিষ্ঠান কিংবা অভিভাবক এর বদলে ইদানীং সমাধান করার চেষ্টা করছে ঐ বখাটেরা। সেই সমাধান চেষ্টায় দিকভ্রান্ত করছে শিক্ষার্থীদের।
ইতোমধ্যে শিবের বাজার এলাকায় খোঁজ নিলে জানতে পারবেন ৪-৫টি ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনাও ঘটিয়েছে এই বখাটেরা।
যত সময় যাচ্ছে এদের দৌরাত্ব বেড়েই চলছে। তাই সচেতন হতে হবে এলাকার অভিভাবকদের। নজরদারি বৃদ্ধি করতে হবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।
Leave a Reply