সুনামগেেঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব ফোরাপমের সদস্যদের স্বাস্থ্য অধিকারে তরুণ নেতৃত্ব বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত গেস্ট হাউজে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও ইরার উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ও ইরার প্রজেক্ট ম্যানেজার ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আছমা আক্তার, জনস্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট ওমর ফারুক, এসোসিয়েট কনসালটেন্ট জান্নাতুন নাঈম প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণে সুনামগঞ্জ জেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা অংশ নেন। এ প্রশিক্ষণে ২৫ জন যুবক ও যুবতী অংশ নেন।
Leave a Reply