নড়াইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মিলন বিশ্বাস বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর খুলনা বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হলেন। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া , মহাসচিব শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক শাফি সমুদ্র এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা টেলিভিশন এর একান্ত এক সাক্ষাতকারে তিনি বলেন আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমি অঙ্গীকার করছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি দেশের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন আমি নড়াগাতি থানা শাখা,নড়াইল এর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য আমি এবং আমার সংগঠন অবিরাম কাজ করে যাচ্ছি। ৩০% কোটাসহ সাত দফা দাবি আদায়ের জন্য আমার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে আমরা এগিয়ে চলছি।
Leave a Reply