বেড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে মারধর সাথিয়া থানায় অভিযোগ
পাবনার বেড়ায় বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালযের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কে মারধর ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বহিষ্কৃত প্রধান শিক্ষক নায়েব আলীর বিরুদ্ধে। থানার অভিযোগ ও স্কুল সুত্রে জানা যায় গত ২০/১১/২২ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সকাল ৬ টায় রাজশাহির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হোন। সি এনবি নামক স্থানে পৌছালে পুর্বের বহিষ্কৃত প্রধান শিক্ষক নায়েব আলী আগে থেকে পরিকল্পিত ভাবে সেখানে উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাস দেখা মাত্র ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মারে ও টাকার ব্যাগ সহ ছিনিয়ে নেই, ও ধারালো অস্ত্র ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে উপস্থিত জিল্লুর রহমান, আরিফ হোসেন, জাহানঙ্গীর হোসেন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। যাওয়ার সময় নায়েব আলী গালা গালি ও ভয়ভীকি দেখিয়ে চলে যায়। আজ ২১/১১/২২ এ বিষয়ে সাথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষযে বালিকা পাইলট উচ্চ ভার প্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর হতে আমার পিছনে লাগছে সি এন বি যাওয়া মাত্র আমার উপর সে হামলা করে আমাকে মারধর করেন ও টাকার ব্যাগ ছিনিয়ে নেন। বালিকা পাইলট উচ্চ বিদ্যালযের পরিচালানা পরিষদের সদস্য। তোফাজ্জ্বল হোসেন বলেন , নায়েব আলী বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কারনে বহিষ্কার হয়েছে। সাবেক প্রধান শিক্ষক নায়েব আলী তাকে মারধরের বিষটি অস্বীকার করেন। বেড়া মার্ধমিক শিক্ষা অফিসার বলেন, আমি এ বিষয়ে তিনি কিছুই জানি না। সাথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ছবি সহ
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা প্রতিনিধি।
তারিখ ২১/১১/২২
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply