পাটগ্রামে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকের মধ্যে সংঘর্ষ।
আহত ৫ জন।
মোঃ ওসমান গনি বাবু
লালমনিরহাট পতিনিধি।
পাটগ্রাম ইউপির ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের নির্বাচনী প্রচারণায় উভয় পক্ষের হামলা ও সংঘর্ষে আহত ৫ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে পাটগ্রাম ইউনিয়নের ওই ৩ (তিন) ওয়ার্ডের মহিলা সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচনে শারমিন আক্তার ও শাকিলা আক্তারের সমর্থকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মাইক মার্কার শাকিলা শারমিনের সমর্থক ও কলম মার্কার শারমিন আক্তারের সমর্থকের মধ্যে নির্বাচনী প্রচারণার সময় পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটে।
শাকিলা শারমিনের বাবা শাখাওয়াত হোসেন মন্টু বলেন, এলাকার বিভিন্ন দিকে প্রচারণা করার সময় পরিকল্পিতভাবে আকিদুল মেম্বারের উস্কানিতে মান্নানের ছেলেরা আমার ছেলেদেরকে লাঠিসোটা ইত্যাদি দিয়ে পিটিয়েছে। এতে কয়েকজনের মধ্যে লাবলু নামে একজন গুরুতর আহত হয়েছে।
এদিকে এই ঘটনায় শারমিন আক্তারের স্বামী নুরুজ্জামান মান্নান বলেন, ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে আমার ছেলেরা,সেসময় মাইক মার্কার লোকজন আমার লোকদের হামলা করার পর আমাকেও মারার কথা বললে এক পর্যায় উভয়ই সংঘর্ষে জড়িয়ে যায় এবং আমার লোকজনও আহত হয়।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, নির্বাচনী প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর ওই ইউনিয়নে মহিলা সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শাকিলা শারমিন (মাইক), শারমিন আক্তার (কলম) ও ভাগিরথী রানী (বই) মার্কা।
Leave a Reply