কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়
মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত, অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ) বিকেলে
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রাসেল শেখ এর নির্দেশে জেলার সবকটি উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে বিট পুলিশিং সভার অংশ হিসেবে কুলিয়ারচর উপজেলার ১টি পৌরসভাসহ ৬ টি ইউনিয়নের বিট পুলিশের আয়োজনে একযোগে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর পৌর কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন।
কুলিয়ারচর থানা উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল দে এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌর প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর পৌরসভা ৩ নং বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহবুবুর রহমান।
একই সময় রামদী ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার,
গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার,
ছয়সূতী ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম, উসমানপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুর রহমান,
সালুয়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও ইউনিয়ের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ মিয়া, ছাএলীগ সভাপতি ইউসুফ আলী, ও ইউনিয়ন যুবলীগ নেতা কর্মিরা ও ইউ পি সদস্য বৃন্ধ।
ফরিদপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান এস এম আজিজ উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা মন্জুর আহাম্মেদ, আনিসুর রহমান, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন,
উক্ত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলার বিট ভিত্তিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ, বিট অফিসার এবং গ্রাম পুলিশ।
Leave a Reply