পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসপবা দিবস পালিত…
পটুয়াখালীতে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস -২০২৩ পালিত হয়েছ।
আজ ০১ জানুয়ারী( সোমবার সকাল ১০ টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বর্নাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ হুমায়গন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন- সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক এস এম শাহজাদা, সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ আহম্মেদ, এতিম দুঃস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের জি.এম কাজী মোঃ ইব্রাহীম প্রমুখ।
সভায় প্রধান অতিথি কাজী কানিজ সুলতানা এমপি বলেন বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যান সাধনে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় দেশের প্রায় দুই কোটি অনগ্রসর পিছিয়ে পড়া মানুষকে আর্থিক সহায়তা দিচ্ছে। পর্যায়ক্রমে সহায়তার সংখ্য আরো বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্যে সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক শিলা রানী দাস জানান, উক্ত কর্মসূচীর আওতায় পটুয়াখালী জেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতি বছর ৭১ হাজার ৯৩জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সরকারের নির্দেশনায় এর সংখ্যা দিন দিন বাড়ানো হচ্ছে।
অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি
Leave a Reply