পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মালসহ দুই ব্যক্তি আটক হয়েছে। আটককৃতরা হলেন-জেলা শহরের টাউনকলিকাপুরের মৃত সত্তার প্যাদার ছেলে ইকবাল প্যাদা (৪৫) ও বড়বিঘাই ইউনিয়নের পশরবুনিয়ার জব্বার মৃধার ছেলে মো. জাকির মৃধা(২৮)।
শুক্রবার দুপুরে শহরের কলাতলা এলাকার বাসিন্দা নয়ন প্যাদার ভাড়াটিয়ার ঘরে অভিযান চালায় ডিবি পুলিশ। পটুয়াখালী ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে এসআই সম্বিত রায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ বলেন-আটককৃতরা র্দীঘ দিন থেকে শহরের নানা এলাকায় চুরি করে আসছে। গোপন একটি সুত্র তাদের এমন তথ্য নিশ্চিৎ করেন। এরই প্রেক্ষিতে শহরের কলাতলা এলাকার নয়ন প্যাদার বাড়িতে অভিযান চালায় তারা। অভিযানকালে ঠিকাদারী কাজে ব্যবহৃত রড,লোহার ভিম এবং চুরি কাজে ব্যবহৃত নানা প্রকারের আধুনিক সরঞ্জাম উদ্ধার করে ডিবি পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরাও চুরির নানা তথ্য স্বীকার করেছেন। এছাড়াও জাকির ও ইকবালের বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা চলমান রয়েছে বলে নিশ্চিৎ করেন পুলিশ।
Leave a Reply