পাটগ্রামে স্কুল কমিটির বৈধতা না পাওয়ায় ইউএনও বরাবর অভিযোগ
মোঃ ওসমান গনি বাবু
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিহাটের পাটগ্রাম উপজেলাধীন পানিশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনেরর ৮ মাস পেরিয়ে গেলেও বৈধতা না পাওয়ায় পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ম্যানেজিং কমিটি সভাপতি শাহানা পারভীন।
উল্লেখ্য যে, গত ২৭/০৪/২০২২ বুধবার পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রোকনুজ্জামান এর সভাপতিত্বে ভোট গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় মোছাঃ শাহানা পারভীন কে সভাপতি করে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়।কিন্তু কমিটি গঠনেরর ৮ মাস পেরিয়ে গেলেও পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কমিটির কাগজে স্বাক্ষর না করায় পুর্ণাঙ্গ বৈধতা পায়নি গঠনকৃত ম্যানেজিং কমিটির সদস্যরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম এম লতিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, কমিটির কাগজ শিক্ষা অফিসে জমা দিতে গেলে নানান চাপে জমা দিতে পারি নি।
কি এমন চাপ ছিলো যে, বৈধ কমিটি হওয়ার পরেও আপনি কমিটির কাগজ জমা দেন নি? প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের কোন সদুত্তর দিতে পারেন নি।
স্কুলের বর্তমান কমিটির সভাপতি দাবীকারী শাহানা পারভিন জানান,বৈধ কমিটিকে অবৈধ করতে একটি কুচক্রী মহল মোশারফ হোসেনকে বিভিন্নভাবে উশকিয়ে দিয়ে স্কুল ও বৈধ কমিটিকে প্রশ্নবৃদ্ধ করতে পায়তারা চালাচ্ছে।
অভিযোগের বিষয়ে নতুন কমিটি করে সভাপতি দাবীকারী মোশারফ হোসেন জানান, আমরা জমিদানকারী হিসেবে মানবিক দিক বিবেচনা করে সভাপতি হতে আগ্রহী।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানান,অভিযোগ পেয়েছি,উপজেলা কমিটির সাথে আলোচনাসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply