আততায়ী এর হাতে নিহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
মোঃ ওসমান গনি বাবু
লালমনিরহাট পতিনিধি
গতকাল সোমবার ২৩/০১/২০২৩ইং দুপুর দুই ঘটিকার সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে,
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাবেক এমপি আবেদ মিয়ার ছোট ভাই ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. ওয়াজেদ আলী (৬৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
শুক্রবার রাত ৯টার দিকে পাটগ্রাম পৌরভবন সংলগ্ন ফাতেমা প্রি- ক্যাডেট স্কুলের গলির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওয়াজেদ আলী (৬৫) রাত সাড়ে ৯টার দিকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এসময় পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় পিছন থেকে দুর্বৃত্তরা ধারালো ছোড়া দিয়ে তার গলা ও মাথায় কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদুল্লাহ প্রধান, আব্দুল ওহাব প্রধান, বীর মুক্তিযোদ্ধা এ এইস এম সালাউজ্জামান ফারুক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সংসদ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাকির হোসেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সাবেক প্রধান শিক্ষক, আলহাজ্ব রুহুল আমিন বাবুল চেয়ারম্যান উপজেলা পরিষদ পাটগ্রাম, মোঃ ওমর ফারুক পাটগ্রাম অফিসার্স ইন চার্জ আব্দুল ওহাব প্রধান বেলাল সাবেক চেয়ারম্যান, এ বি এম নুর সাহিন সাফিউল ইসলাম প্রধান, মোঃ সফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড লালমনিরহাট জেলা শাখা, সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সকল বীর সন্তান,
Leave a Reply