“অধিগ্রহণের নিমিত্তে জমি পরিদর্শন,আলফাডাঙ্গার মানুষ পেতে যাচ্ছে শেখ রাসের মিনি স্টেডিয়াম ”
আলফাডাঙ্গা (ফরিদপুরের) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে জমি পরিদর্শন করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ জানুয়ারী) উপজেলার বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, রাস্তার পশ্চিম পাশে, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য,অধিকগ্রহণের নিমিত্তে ৩ একর নির্ধারিত জমি পরিদর্শন করেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব বিপুল চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মোঃ ইয়াসিন আরাফাত রানা ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল হক।
এ সময় সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।।
এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
Leave a Reply