1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ৪ কোটি টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মান কাজের ভি‌ত্তিপ্রস্থর স্থাপন…

অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৬ Time View

পটুয়াখালীতে ৪ কোটি টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মান কাজের ভি‌ত্তিপ্রস্থর স্থাপন…

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে নতুন মডেলের আধু‌নিক ‌কে‌ন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু। বৃহস্প‌তিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে সা‌ড়ে সার্কিট হাউজ সংলগ্ন শেখ রা‌সেল শিশুপা‌র্কের প‌শ্চিমপা‌শে নতুন মডেলের অত্যাধুনিক শহীদ মিনার নির্মান কাজের ভি‌ত্তিপ্রস্থরর স্থাপন ক‌রেন পটুয়াখালী জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কাজী আলমগীর ও পৌরসভার মেয়র ম‌হিউ‌দ্দিন আহ‌মেদ। এ সময় সং‌ক্ষিপ্ত আ‌লোচনা ও দোয়া মোনাজাত অনু‌ষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌরসভার মেয়র ম‌হিউ‌দ্দিন আহমেদ।

এ আধুনিক শহীদ মিনার নির্মানে ৪‌কো‌টি টাকা ব‌্যয় বরাদ্দ করা হয়েছে বলে মেয়র মহিউদ্দিন জানান। এ আধুনিক শহীদ মিনার নির্মান প্রকল্পে আধুনিক ম‌ডে‌লের শহীদ মিনার, মুক্তমঞ্চ ও নিকটস্থ পুকুর সৌন্দর্য বর্ধন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে পটুয়াখালী পৌরসভা হবে স্নার্ট পৌর শহর। এ আধুনিক শহীদ মিনারে ২১‌ফেব্রুয়ারী মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পালন করার আশাবাদ ব্যক্ত করেন মেয়র মহিউদ্দিন।

এ ব্যাপারে সং‌শ্লিষ্ট ঠিকাদার‌কে খুব দ্রুত সম‌য়ের ম‌ধ্যে শহীদ মিনার নির্মান কাজ শেষ কর‌তে তা‌গিদ দেন তিনি। পৌরসভার নির্বা‌হি প্রকৌশলী জ‌সিম উ‌দ্দিন আরজু জানান, মাষ্টার প্লান হালনাগাদ করণসহ পটুয়াখালী পৌরসভার অবকাঠা‌মো উন্নয়ন প্রক‌ল্পের আওতায় ৪‌কো‌টি টাকা ব‌্যয়ে নতুন শহীদ মিনার, মুক্তমঞ্চ ও পুকু‌রের সৌন্দর্যবর্ধন ( ফ‌রেষ্ট ক‌লোনীর পাশে ) করা হ‌বে।

তি‌নি জানান, কুয়াকাটা‌কে কেন্দ্র ক‌রে দেশ‌বি‌দেশ থে‌কে আগত পর্যটকরা যেন পটুয়াখালী শহ‌রে প্রবেশ কর‌লেই আগত পর্যটকরা পর্যটনের পরিবেশ উপল‌ব্দি কর‌তে পা‌রেন সেই ল‌ক্ষ্যেই মেয়র ম‌হোদ‌য়ের নি‌র্দেশে কার্যক্রম পরিচালনা করছি। ভি‌ত্তিপ্রস্থর স্থাপনকা‌লে অন‌্যান‌্যন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা ভি‌পি আঃ মান্নান, সদর উপজেলা আ’লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শসহজাহান ভুঁইয়া, প্রেসক্লা‌বের সভাপ‌তি স্বপন ব‌্যানা‌র্জি, সাধারণ সম্পাদক জাকা‌রিয়া হৃদয়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ নম আ‌মিনুল হক মামুন, ঠিকাদার মোস্তা‌ফিজুর রহমান বা‌প্পি কাউ‌ন্সিলর মোঃ দে‌লোয়ার হো‌সেন আকনসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টিভি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss