আলফাডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে
উপজেলার ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক ও খ শাখা বালক-বালিকা পৃথকভাবে মোট ৫৪টি ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও মুহাম্মদ মোমিন উদ্দীন, আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা ও বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দীন টিটোসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply