পটুয়াখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
প্রতিনিধিঃ একুশের প্রথম প্রহরে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজ উদ্দিন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, বিচার বিভাগ, এলইডি, বন বিভাগ ও পটুয়াখালী প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন পটুয়াখালী-০৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। শহীদদের সম্মানে সকালে জেলার সকল সরকারী, আধাসরকারী, সায়ত্তশাষিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে বই মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী সহ নানা কর্মসূচী গ্রহন করেছে জেলা প্রশাসন ।
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
০১৭৯০৭৬১০৭৭
Leave a Reply