নতুন প্রবর্তিত কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা:
==================================
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উদ্যোগে এবং রামপালের মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির সহযোগিতায় ঐতিহ্যবাহী শরাফপুর কেরামতিয়া ফাজিল (ডিগ্ৰী) মাদ্রাসা, গিলাতলা, রামপাল; বাগেরহাট এর ময়দানে রামপালের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষকদের নিয়ে গতকাল ২৫ ফেব্রুয়ারি/২০২৩ খ্রি. তারিখ শনিবার সকাল ১১ টায় নতুন কারিকুলাম বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইনামুল ইসলামের সঞ্চালনায় ও পরিচালক প্রফেসর জনাব শেখ হারুনর রশীদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বর্ষিয়ান জননেতা তালুকদার আব্দুল খালেক মহোদয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সুযোগ্য চেয়ারম্যান জনাব ড. মোঃ আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ড. শাহিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক (কলেজ) জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক জনাব খোন্দকার রুহুল আমিন, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব রতন কৃষ্ণ হাওলাদার।
অনুষ্ঠানে নতুন প্রবর্তিত কারিকুলাম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনার শিক্ষক ও মাস্টার ট্রেইনার (বাংলা) জনাব মোঃ ওমর ফারুক এবং বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাস্টার ট্রেইনার জনাব মোঃ শামীম হাসান।
অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জনাব মোঃ আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গিলাতলা ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান সহ রামপালের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply