পটুয়াখালীতে মেয়র কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধিঃ ওঠো তারুণ্য, চলো ক্রিকেট মাঠে যাই, মেয়র কাপ টুর্নামেন্টে, ব্যাটে বলে হবে লড়াই এই স্লোগান নিয়ে পটুয়াখালী পৌরসভার আয়োজনে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সিজন-২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা কিং বনাম পটুয়াখালী কিং ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
বুধবার সকালে দশটার সময় পটুয়াখালী কাজী আবুল কাসেম স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সহ পৌরসভার কাউন্সিলরগন।
ফাইনাল খেলায় ঢাকা ক্রিকেট একাডেমী ৮ ওভার বাকি থাকতেই পটুয়াখালী কিংস দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। ঢাকা ক্রিকেট একাডেমীর খেলোয়ার সাগর ম্যান অব দ্যা ম্যাচ এবং পটুয়াখালী কিংস দলের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে দুপুর দুইটার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন দল ঢাকা কিং এর হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ পটুয়াখালী কিং দলের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়।
পুরষ্কার বিতরণীতে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ শরীফুল ইসলাম,বিশেষ অতিথি: পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ জনাব অ্যাড.হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, পটুয়াখালী ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক আ.ন.ম আমিনুল হক মামুন উপস্থিত ছিলেন।
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
মোবাঃ ০১৭৯০৭৬১০৭৭।
Leave a Reply