মাওলানা শরিফউদ্দিন নুরীকে, ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
==============================
মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
এ কেমন বিচার ও আচরণ মানুষের??
এটা কোন মুসলিম ঈমানদারের কাজ হতে পারে না। ভিন্নমত থাকতেই পারে। তাই বলে জিহ্বা কেটে দিতে হবে নাকি দেশে আইন বলতে কিছু নেই।
আল্লাহ তাআ’লা তো কাফেরদের সাথেও এমন আচরণ করতে বলেন নি।
*আপনি আপনার মত পেশ করুন, আমি আমার মত পেশ করবো। মতভিন্নতা হলে যুক্তি- তর্ক ও দলীল দিয়ে নিজের মতের যথার্থতা তুলে ধরবো। কিন্তু আমার মত আপনার উপর চাপিয়ে দেবো না। আমার মত আপনাকে মেনে নিতে বাধ্য করবো না। এটাই তো পরমত সহিষ্ণুতা।
চুড়ান্ত ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এটাই পবিত্র কুরআনের শিক্ষা আমাদের আলেমদের কথা। এ শিক্ষার বাহিরে যে- ই চলে যাবে, সে- ই সত্য পথ থেকে বিচ্যুত হবে।
হে আকাশের মালিক,আমাদেরকে সহনশীলতা দাও।
মাজলুম ভাইটিকে সুস্থ করে দাও।
Leave a Reply