লাখো জনতাকে কাঁদিয়ে চীর নিদ্রায় শায়িত হলেন কুমিল্লা চেম্বার অফ কমার্স এর সভাপতি মাসুদ পারভেজ খাঁন ইমরান।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া।
গত ৬ই মার্চ সোমবার সকাল এ ঘুমের মধ্যে মৃত্যু বরন করেন কুমিল্লা চেম্বার অফ কমার্স এর সভাপতি, এফ বি সি সি আই এর পরিচালক, দৈনিক ময়নামতি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বৃহত্তর কুমিল্লার যুব সমাজ এর পথ নির্দেশক বীর পূত্র জনাব মাসুদ পারভেজ খাঁন ইমরান। তিনি ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও কুমিল্লার বর্ষিয়ান আওয়ামিলীগ নেতা জননেতা অধ্যক্ষ আফজাল খানের সুযোগ্য পুত্র। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহত্তর কুমিল্লা জেলায় নেমে আসে শোকের ছায়া। জনাব ইমরান এস এস সি ৯০ বৃহত্তর কুমিল্লা জেলার আহ্বায়ক থাকার কারনে সমস্ত বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দিনভর সোশাল মিডিয়ায় ওনার শোকবার্তা নিউজ চলতে থাকে। রাত নয়টায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সমস্ত টাউন হল বিভিন্ন শ্রেনী পেশার লোকের আগমনে লোকে লোকারন্য হয়ে সমস্ত টাউন হল মাঠে তিল ধারনের ঠাঁই ছিলোনা।
এস এস সি ৯০ ব্যাচের বিভিন্ন উপজেলার বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে হাউ মাউ করে শোক প্রকাশ করতে দেখা যায়।
সেই সঙ্গে চৌদ্দগ্রাম হাজী জাফর আলী পাইলট সরকারি হাই স্কুলের ১৯৯০ এর এস সি ব্যাচের বন্ধুদের চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা টাউন হল মাঠে উপস্থিত হয়ে লাখো জনতার ভীড়ে প্রিয় বন্ধু ইমরানের মরদেহ এক নজর দেখে জানাজার নামাজ পড়ে তাকে শেষ বিদায় জানানোর জন্য উপস্থিত হয়। জানাজা শেষে চৌদ্দগ্রাম এস এস সি ৯০ এর সকলে মিলে সিদ্ধান্তঃ হয় যে আগামী ১০ই মার্চ শুক্রবার বিকেল ৩ টায় চৌদ্দগ্রাম বাজারের জেনারেল হসপিটালের ৪র্থ তলায় বন্ধু ইমরানের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হইবে।
Leave a Reply