পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত।
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ শ্লোগান কে সামনে রেখে আজ ৮ মার্চ পটুয়াখালী জেলা প্রশাসন জেলা মহিলা বিষায়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে।
৮ মার্চ বুধবার সকাল ৯ টায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংরক্ষিত মহিলা সংসদীয় আসন ৩২৯ সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার।
অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
মোবাঃ ০১৭৯০৭৬১০৭৭
Leave a Reply