গরুর খামার করে স্বাবলম্বী দুই সহোদর
গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন সাকায়েত উল্লাহ্ ও সিফায়েত উল্লাহ্ নামে আপন দুই সহোদর। দৃঢ় মনোবল, শ্রম আর ইচ্ছা শক্তিই যে মানুষের ভাগ্যের পরির্বতন ঘটায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে তারা দু’জন। নিরলস প্রচেষ্টা ও মনোবল আজ তাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামের মান্নান মোল্যার ছেলে সাকায়েত উল্লাহ্ (৩৩) ও সিফায়েত উল্লাহ্ (২৭)। সংসারের অসচ্ছলতার কারণে প্রথমে কৃষিকাজ করে পরিবারের জীবন জীবিকা নির্বাহ করতেন তারা দুই সহোদর। ২০১৪ সালে একটি উন্নত জাতের গাভী দিয়েই খামারের কাজ শুরু করেন। অক্লান্ত পরিশ্রম আর সাহসের জোরে এরপর তাদের আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। পরিবারে স্বচ্ছলতা পূরণের জন্য সেই একটি গাভী থেকে তা আজ বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। তাদের বাড়ির সামনে গড়ে তুলছেন বিশাল এই গরুর খামার। প্রায় ১০ বছরের মধ্যে কয়েক ডজনের গুরুর মালিক হয়েছেন তারা দুই সহোদর।
Leave a Reply